অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন এবার অভিনয় করবেন প্রাচীন ভারতীয় পন্ডিত চাণক্যের ভূমিকায়। নিরাজ পান্ডে পরিচালিত এই ছবিটি খ্রিস্টপূর্ব প্রাচীন ভারতীয় পন্ডিত, দার্শনিক এবং রাজউপদেষ্টা কোটিল্য বা বিষ্ণু গুপ্তের জীবন নিয়ে আবর্তিত হয়েছে। যিনি চাণক্য নামেই পরিচিত ছিলেন।

চাণক্য ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠার পিছনে ভূমিকা রেখেছেন। তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।শুধু তাই নয়, ভারতের রাজনীতি এবং অর্থনীতি বিস্তারের অগ্রদূতও ধরা হয় তাকে।

সম্প্রতি ছবিটিতে অভিনয় নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন অজয়। সেখানে তিনি লিখেছেন,’ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা প্রবর্তক চাণক্যের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি।’

এদিকে ছবিটি সম্পর্কে পরিচালক নিরজা পান্ডে এক বিবৃতিতে জানিয়েছেন,’চাণক্যকে নিয়ে স্ক্রিপ্ট তৈরির কাজ করছি। এটা আমার কাছে দারুন আনন্দের একটি বিষয়। আমি নিশ্চিত, দর্শকরা চাণক্য চরিত্রে অজয়ের অভিনয় পছন্দ করবে।’

অজয়ও যে চাণক্য চরিত্রে অভিনয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন তা তার কথাতেও স্পষ্ট প্রকাশ পেয়েছে। তিনি বলেন,’ চাণক্য চরিত্রে অভিনয়ের জন্য আমি খুবই আগ্রহী। আমি পরিচালক নিরজার কাজ এর আগেও খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আমি জানি তিনি পরিষ্কার ও সুন্দরভাবে গল্পটি উপস্থাপন করবেন।’

অজয়কে শেষ দেখা গেছে ‘রেইড’ ছবিতে। কিছুদিন আগে কাজল অভিনীত ‘হেলিকপ্টার এলা’ ছবিটি প্রযোজনা করেছেন তিনি।