আলিম সোহেল, সাভার প্রতিনিধি : সবাই চেনে নায়ক অনন্ত জলিলের গার্মেন্টস হিসেবে তবে পোলো গার্মেন্টস বল্লে এক নামে চেনে সবাই। অনন্ত জলিল নায়ক হবার আগে থেকেই একজন পুরোদস্তুর ব্যবসায়ি।একদম ছোট থেকে শুরু করে আজ সাভারের হেমায়েতপুরে বিরাট স্থাপনায় গড়ে তুলেছেন এজেআই ইন্ডাষ্ট্রিয়াল পার্ক।
কয়েক সহস্রাধিক শ্রমিক কাজ করে এই গার্মেন্ট ফ্যাক্টরিতে।সকলেরই সুখেদুখে একমাত্র ভরসার নাম অনন্ত জলিল।সাভার হেমায়েতপুরের সবগুলো পোশাক কারখানার মধ্যে এই কারখানাতেই শ্রমিকদের বেতন সবচাইতে বেশি।অনুসন্ধানে জানা যায় বাস দুর্ঘটনায় সদ্য প্রয়াত রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিয়ে সকল মহলেই বেশ প্রশংসিত অনন্ত জলিল।জনশ্রুতি আছে কেউ বিপদে পড়ে তার কাছে সাহায্যের জন্য গেলে খালি হাতে ফেরেন না।এলাকাবাসির অভিমত এভাবেই যদি অনন্ত জলিল শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে পারেন তবে উত্তরোত্তর এজেআই গ্রুপ অনেকদুর এগিয়ে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।