অনলাইন ডেস্ক :  বিয়ে হয়ে গেল প্রিয়াঙ্কা- নিকের। শনিবার সকালে বলিউড তারকার ‘পান-চিনি’ অনুষ্ঠান হয়। ভারতে এ অনুষ্ঠানকে বলে ‘রোকা’।

‘রোকা’ অনুষ্ঠানের পর নিকের বুকে হাত রেখে মুখোমুখি অবস্থায় ঘনিষ্ঠ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা।

‘রোকা’ অনুষ্ঠানে হলুদ রংয়ের সালোয়ার পরেছিলেন প্রিয়াঙ্কা। আর নিকের পরনে ছিল সাদা কুর্তা। অফিশিয়ালি ‘এনপি’ লোগোর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন দুজনে।

ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সে আমার হৃদয় এবং আত্মাসহ সব নিয়ে নিল।’

এর আগে ১৮ জুলাই, লন্ডনে প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। তার আগের দিন নিউইয়র্কের বিখ্যাত গয়না প্রস্তুতকারী টিফ্যানি’জের থেকে এনগেজমেন্ট রিং কিনেছিলেন নিক।

মনীশ মালহোত্রার হাউজ পার্টিতে সেই রিং আবার দেখা গেল প্রিয়াঙ্কার আঙুলে। চার ক্যারটের হিরে বসানো যে আংটিটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।