বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হয় নাটক ‘বর্ণ পরিচয়’। এরপরই ইউটিউবে মুক্তি পায় নাটকটি।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এফএস নাঈম ও জেসিয়া ইসলাম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন।
নাঈমের বিপরীতে প্রথমবার অভিনয় করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন জেসিয়া। জেসিয়া বলেন, প্রথমবারের মতো নাঈম ভাইয়ের বিপরীতে কাজ করলাম। শুটিংয়ের সময় তিনি বেশ সহযোগিতা করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন