দর্পণ ডেস্ক :
চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ঘরের মাঠে ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল গ্রুপে অপরাজিত সেরা হয়ে চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে আবার ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে লাল-সবুজ কিশোরীরা। তবে, কঠিন পরীক্ষা দিতে হবে মারিয়া-তহুরাদের। আজ ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। যারা ইতিমধ্যে আট গোলের বিরাট ব্যবধানে হেরেছে লেবাননের কাছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে লেবানন। আগামী বুধবার লেবাননের মুখোমুখি হবে মারিয়া-তহুরারা।
বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের সঙ্গে।
গত আসরের বেশ কিছু খেলোয়াড়কে এবার পাচ্ছে না বাংলাদেশ। কৃষ্ণা, রোকসানা, মাসুরা, শিউলি, নার্গিস, মৌসুমি, রত্না, সানজিদা, মারজিয়া, রাজিয়া ও স্বপ্না বয়সের কারণে বাদ পড়লেও শঙ্কিত নয় কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি নতুন একটি দল গড়েছেন। দলটি দেশে-বিদেশে তিনটি টুর্নামেন্টে খেলেছে। তাই তো এবারের দল নিয়ে আশাবাদী মহিলা দলের সফল এই কোচ। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দল বাড়ায় ফরম্যাটেও পরিবর্তন এনেছে এএফসি। এবার চূড়ান্ত পর্বে উঠতে দুটি সিঁড়ি ভাঙতে হবে দলগুলোকে। প্রথম রাউন্ডে ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ উঠবে দ্বিতীয় পর্বে। সেখানেও দুই গ্রুপে খেলা হবে। চার সেমিফাইনালিস্ট উঠবে মূল পর্বে। এবারো মূল পর্বের স্বাগতিক থাইল্যান্ড। থাইল্যান্ড ছাড়াও সরাসরি খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। ফরম্যাটে পরিবর্তন এলেও মানসিকতায় পরিবর্তন আনতে চান না বাংলাদেশ দলের এই কোচ। আসলে গ্রুপ পর্বটা আমরা ভালোভাবে শেষ করতে চাই। এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী রাউন্ড নিয়ে ভাববো’- বলেন ছোটন। এজন্য আজকের ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দিতে চান তিনি। বাহরাইনের খেলা আমি দেখেছি। আমার কাছে গ্রুপের সবচেয়ে দুর্বল দল মনে হয়েছে তাদের। তারপরও আমি মেয়েদের বলেছি কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। গ্রুপে লেবানন ও ভিয়েতনামকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মেনে নিয়েই নিজেদের প্রস্তুতির কথা জানান ছোটন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.