দর্পণ ডেস্ক : এবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। প্রতিবারের মতো এবারও লোকসংগীতের এই আসর বসছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো লিখিত এক বিবৃতির মাধ্যমে জানানো হয় আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এদিকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ।