বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আবারও তারা মানবিকদিক বিবেচনা করে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে পরিবারের এমন আহ্বানের কথা সাংবাদিকদের জানান তার বোন সেলিমা ইসলাম। খবর ইউএনবির
সেলিমা বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি শ্বাস নেয়ার সময় অসুবিধায় পড়ছেন। তার বাম হাতটি পুরোপুরি বেঁকে গেছে এবং ডান হাতও বেঁকে যাচ্ছে।’
এছাড়া, পিঠে তীব্র ব্যথা থাকায় খালেদা জিয়া সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না বলে জানান সেলিমা।
সেলিমা ইসলাম আরও বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে মানবিক ভিত্তিতে মুক্তি দেয়া উচিত। তার অবস্থার যেভাবে অবনতি হয়েছে, আমরা উদ্বিগ্ন যে তাকে এখান থেকে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে যেতে পারব কি না।’
বমির ভাবের কারণে খালেদা ঠিকভাবে কিছু খেতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা চাই যে সরকার অন্তত মানবিক দিক বিবেচনা করে তাকে মুক্তি দিক।’
প্রসঙ্গত, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল থেকে খালেদা জিয়া বিএসএমএমইউ’র কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এর আগেও পরিবারের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।