অনলাইন ডেস্ক : কক্সবাজারের মনোরম লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। ‘যদি একদিন’ ছবিটি। তাহসানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।

আগামী ১৮ আগস্ট ইউটিউবে প্রকাশিত হবে ‘যদি একদিন’ ছবির প্রথম গান। ‘আমি পারবো না তোমার হতে’ নামের গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। গানের সুরকার নাভেদ পারভেজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান ও কোনাল।

এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।