অনলাইন ডেস্ক : বরুন ধাওয়ান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুই ধাগা-মেইড ইন ইন্ডিয়া’ ছবিটি এ বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি। আত্মনির্ভরশীলতা আর গৌরব নিয়েই রচিত হয়েছে ছবিটির কাহিনি। বরুন ও আনুশকা এখানে ছোট শহরে বসবাসরত এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। যাদের একজন দর্জির কাজ করেন, অন্যজন জামায় এব্রয়ডারির মাধ্যমে নানা নকশা ফুটিয়ে তোলেন।
একটি সূত্রে জানা গেছে,ছবিটির ট্রেইলার দর্শকরা আগষ্ট মাসে ভারতের স্বাধীনতা দিবসের কাছাকাছি সময়ে দেখতে পাবেন।আর ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ সেপ্টেম্বর।
উ্ল্লেখ্য,আনুশকা অভিনীত ‘জিরো’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে।আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে আনুশকার সঙ্গে রয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। এদিকে বরুনকে সর্বশেষ দেখা গেছে সুজিত সরকারের ‘অক্টোবর’ ছবিতে। কিছুদিনের মধ্যেই তিনি রেমো ডি সুজা পরিচালিত নাচভিত্তিক আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সেখানে তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা কাইফ।