ইংল্যান্ডের হয়ে খেলার জন্য আইপিএলকে ‘না’ বললেন ক্রিস ওকস

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নেওয়ার জন্য আসন্ন আইপিএলের মৌসুম থেকে নিজের নাম ‍প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। গত ডিসেম্বরের ভারতীয় রুপি ১.৫ কোটির বিনিময়ে ওকসকে দলে টানে দিল্লি ক্যাপিটালস। 

এবারের আইপিএল ২৯ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৪ মে। তবে এ সময়ে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর পরপরই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তিনমাস ব্যাপী ৬টি টেস্ট খেলবে ইংলিশরা। যা শুরু হবে আগামী ৪ জুন থেকে।

বিডি-প্রতিদিন/মাহবুব