দর্পণ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
মৃত কৃষকেরা হলেন- পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), একই গ্রামের বাহাদুর হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৬০), মোস্তফার মেয়ে রিতু খাতুন (১৪), উপজেলার সদরের শিবপুর গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে মোবাখর হোসেন (৪০), একই এলাকার মোকাম হোসেনের ছেলে মনাফ হোসেন (১৮), ছবের আলীর ছেলে শমসের আলী (৬০), তার ছেলে শাহিন (২১) ও বড় ভাই আফসার আলী (৬৩) এবং নুরনবীর মেয়ে জান্নাতি (১২)।
এ ঘটনায় আহত ৮ জনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কয়েকজন শ্রমিক মাটিকোড়া এলাকার একটি জমিতে রোপা আমন ধানের চারা তুলছিলেন। তখন বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।