এটা মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স: রিয়াল কোচ

কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে তৃতীয় হার। গতকাল রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলের হারে শীর্ষে থাকা বার্সেলোনাকে টপকানোর সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

রিয়াল বেতিসের বিপক্ষে এই হার মৌসুমে লস ব্লাঙ্কোসদের সবচেয়ে বাজে পারফরম্যান্স বলে স্বীকার করলেন কোচ জিনেদিন জিদান।

হারের দায় নিজের কাঁধে নিয়ে রিয়াল কোচ আরও যোগ করেন, ‘দলের যখন কিছু ঠিকঠাক হবে না কিংবা প্রত্যাশামতো খেলতে পারবে না, তখন আমিই দায়ী। এটা মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স। আক্রমণে, রক্ষণে এমনকি শক্তিতেও আমরা পিছিয়ে ছিলাম।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ