দর্পণ ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ফিরলেন সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে তাকে এ দায়িত্ব দেয়া হয়। এছাড়া বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়। বৈঠক শেষে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে। এর আগে গত বৃহস্পতিবার ধানমন্ডিতে বেক্সিমকোর করা এক সংবাদ সম্মেলনে পাপন বলেন, এবার অধিনায়ক বেছে নেয়া হবে পূর্ণ মেয়াদে, অন্তত ২ বছরের জন্য।
এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.