করোনাভাইরাস আতঙ্কে কাপছে গোটা বিশ্ব। এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডেও। সম্প্রতি এ ভাইরাসের আতঙ্কে প্যারিসে আয়োজিত বিখ্যাত প্যারিস ফ্যাশন উইকে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

সারা বিশ্বে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেজন্য এ মুহূর্তে বিদেশ সফর করতে চান না দীপিকা।

দীপিকার অফিশিয়াল মুখপাত্র জানিয়েছেন, ‘লুই ভুটন এফডাব্লু  ফল উইন্টার ২০২০ কালেকশন শো-এ আমন্ত্রিত ছিলেন দীপিকা পাডুকোন। সে উপলক্ষে ফ্রান্স যাওয়ার কথা ছিল তার। কিন্তু ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর পেয়ে তিনি এ সফর বাতিল করেছেন।’

দীপিকাকে পরবর্তীতে পর্দায় দেখা যাবে ‘৮৩’ ছবিতে রমি দেবের ভূমিকায়। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কপিলের যে ভূমিকা ছিল সেটাই দেখা যাবে ৮৩ ছবিতে। কবির খান পরিচালিত এ ছবিতে কপিলের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং।

এ ছাড়া রবার ডি নিরো-অ্যান হ্যাথওয়ে অভিনীত হলিউডের কমেডি ছবি ‘দ্য ইন্টার্নে’র হিন্দি রিমেকেও দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করেছেন ঋষি কাপুর। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে ।