করোনাভাইরাস-রংপুর

ইতালি থেকে দেশে ফেরার দুইদিন পর গ্রামের বাড়িতে গেলে জ্বর ও ডায়রিয়া হয় ওই ব্যক্তির

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক ব্যক্তিকে চাঁদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ইতালিফেরত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে (আইসোলেশন) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে গত ৫ মার্চ ইতালি থেকে দেশে ফেরেন তিনি।

জানা গেছে, দেশে ফেরার দুইদিন পর গ্রামের বাড়িতে গেলে জ্বর ও ডায়রিয়া হয় ওই ব্যক্তির। পরে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তাকে।

এ প্রসঙ্গে ওই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, “বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে। সোমবার রাতেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন তারা।’

“পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না,” যোগ করেন তিনি।

জেলা সিভিল সাজর্ন ডা. মো. সাখাওয়াতউল্লাহও বিষয়টি নিশ্চিত করে বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পাশে আরেকটি ভবনে সাতটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।”

একইভাবে জেলার বাকি সাত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতি উপজেলায় সাত সদস্য বিশিষ্ট একটি দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।