বৃহস্পতিবার (৫ মার্চ) স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন
করোনাভাইরাস নিয়ে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি আগামী সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
করোনাভাইরাস প্রসঙ্গে হাইকোর্ট যে বিষয়গুলো জানতে চেয়েছেন তা হলো-
১. স্থল নৌ ও বিমানবন্দরে পরীক্ষায় কী ধরনের পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
২. সরকারি-বেসরকারি হাসপাতালে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
৩. এর পরীক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরআগে করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি গঠনসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।