বিএনপি-সংবাদ সম্মেলন

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে দুই সপ্তাহের জন্য দেশের স্কুল-কলেজ বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি

করোনাভাইরাস-কোভিড-১৯-এর ঝুঁকি এড়াতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়।

এ সময় করোনভাইরাসের ছড়িয়ে পড়া রোধে দুই সপ্তাহের জন্য দেশের স্কুল-কলেজ বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

প্রসঙ্গত, গত রবিবার দেশে তিনজন করোনাভাইরাস রোগে আক্রান্ত বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর প্রেক্ষিতে মুজিববর্ষ উপলক্ষ্যে পূর্বঘোষিত অনুষ্ঠান পরিবর্তন করে সীমিত আকারে উদযাপনের সিদ্ধান্ত নেয় সরকার।