ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের নিষেধাজ্ঞার এক মাসের মাথায় এমন সিদ্ধান্তের কথা জানালো দেশটি
নিজ দেশের নাগরিক ও বসবাসরতদের জন্য ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। বিশ্বব্যাপী দ্রুতহারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (এনকভ-১৯) কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার (৪ মার্চ) এমন খবর জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
গত সপ্তাহে বিদেশি পর্যটকদের আগমন বন্ধে এমন সিদ্ধান্ত নিয়েছিল সৌদি। যা এবার মক্কা-মদিনায় বসবাসরতদের জন্যও কার্যকর হলো।
আরও পড়ুন – করোনাভাইরাস ঠেকাতে ওমরাহ যাত্রীদের প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা
সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ জানায়, “এই নিষেধাজ্ঞার বিষয়টি সবসময়ই পুনর্বিবেচ্য এবং পরিস্থিতি অনুকূল হলেই এটি তুলে নেওয়া হবে।”
ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের নিষেধাজ্ঞার এক মাসের মাথায় এমন সিদ্ধান্তের কথা জানালো দেশটি।
আরও পড়ুন- ওমরাহ ফি ফেরত দেবে সৌদি
উল্লেখ্য, বছরের একটি নির্দিষ্ট সময়ে হজ পালন করা গেলেও সারা বছর ধরেই ওমরাহ পালন করা যায়।
গত সোমবারই সৌদি আরবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলে। বাহরাইন হয়ে ইরান থেকে ফিরেছিলেন ওই সৌদি নাগরিক।