দর্পণ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। বর্তমানে সিলেটের নর্থস্টার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সেলিম চৌধুরী জানান, গত ৪ জুলাই কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেন। ৬ জুলাই জানতে পারেন তার করোনা পজিটিভ। তবে বর্তমানে শারীরিকভাবে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন এই শিল্পী।
গত ১১ মার্চ সেলিম চৌধুরী তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে চলে যান। ব্যক্তিগত জীবনে সেলিম চৌধুরী এখনো অবিবাহিত। এক বোন ও আত্মীয়-স্বজন তার দেখাশোনা করছেন।