আগামী শুক্রবার ১৩ মার্চ মুক্তির জন্য নিবন্ধিত ছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। এরই মধ্যে সিনেমার মুক্তি বাতিল করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি।
সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেন নির্মাতা এফ আই মানিক। সেন্সর বোর্ডের অনুমতি পেলেও করোনাভাইরাস আতঙ্কের কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানান ছবির পরিচালক।
আগামী ২০ মার্চ মুক্তির ঘোষণা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী ও অপু বিশ্বাস। তবে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে ছবির মুক্তি পেছাবে বলে জানিয়েছেন পরিচালক।
আনুষ্ঠানিক না হলেও সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ ছবিটিও ২০ মার্চ মুক্তির ঘোষণা দেয়া হয়েছিলো। এ ছবিটিও নিদিষ্ঠ তারিখে মুক্তি না দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ কুমার বড়ুয়া।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, বাংলাদেশে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সোমবার থেকে হলে দর্শক কমেছে। যে কারণে সিনেমা হলে নতুন ছবি মুক্তির বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি বলেন, এরই মধ্যে ছবি মুক্তির জন্য যারা নিবন্ধন করেছিল, তারা মুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে। অনেকেই আমাদের কাছে আবেদন করছেন মুক্তি পেছানোর জন্য।
শামসুল আলম আরো জানান, কোনো প্রযোজক যদি সিনেমা মুক্তি দিতে চায়, তবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে কোনো বাধা দেয়া হবে না।