করোনা আতঙ্ক, ১০০০ জনের বেশি হলেই সমাবেশ নিষিদ্ধ ফ্রান্সে

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পরার গতিরোধ করতে ১০০০ জনের বেশি মানুষদের জমায়েত নিষিদ্ধ করল ফ্রান্স। দেশের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এমনটাই জানিয়েছেন। ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯।

তিনি জানান, যে কোনও রকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলো দেশের স্বার্থে জরুরী সেগুলোকে অনুমতি দেয়া হবে।

ফ্রান্সের নতুন এই পদক্ষেপ বড়সড় ছাপ ফেলবে ক্রীড়া এবং বিনোদন সংক্রান্ত অনুষ্ঠানে। পাশাপাশি একটি বইমেলা এবং ট্যাটু সেলুন বাতিল করা হয়েছে।

প্যারিসে ইতিমধ্যেই এক্ততি খেলা বাতিল করা হয়েছে শনিবার। ছয় দেশ ব্যাপি মহিলাদের রাগবি খেলার স্কটল্যান্ড এবং ফ্রান্সের খেলা বাতিল করা হয়েছে।

ভেরান জানিয়েছেন, আমরা আজও দ্বিতীয় পদক্ষেপে আছি মানে আমদের কাছে গুরুত্বপূর্ণ সেই কাজগুলো যা করলে করোনাভাইরাস দেশের অঞ্চলে ছড়ানোর গতিরোধ করতে পারবে।

ফ্রান্সে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ১ হাজার ১২৫টি এবং ১৯ জনের মৃত্যু হয়েছে বলেই সরকারি সূত্রে জানা গেছে।

বিডি প্রতিদিন/আরাফাত