করোনা থেকে বাঁচতে পা দিয়েই চলছে অভিবাদন

মারিনা রুদিয়াক নামের এক নারী এই ভিডিওটি পোস্ট করেছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, মাস্ক পরিহিত এক চীনা ব্যক্তি প্রাইভেটকার থেকে নামছেন। তিনি নামার পর এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি কার থেকে নামা ব্যক্তির কাছে আসতেই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। তবে গাড়ির ওই ব্যক্তি হাত না বাড়িয়ে নিজের পা বাড়িয়ে দেন। পরে তারা পায়ের সঙ্গে পা স্পর্শ করে অভিবাদন জানান। এভাবে ওই পথে তার সঙ্গে যত ব্যক্তির দেখা হয়, সবার সঙ্গেই তিনি একইভাবে পা বাড়িয়ে দেন। ভিডিওটিতে ক্যাপশনে লেখা, কী করতে হবে যদি করমর্দন না করা যায়?

তবে ভিডিওটি চীনের কোন জায়গা থেকে নেয়া সেটি নিশ্চিত না হলেও উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি বলে নেটিজেনরা অভিনব এই অভিবাদনের নাম দিয়েছেন ‘উহান শেক’।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে ভাইরাসটি অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে সোমবার পর্যন্ত ৩ হাজার ১২৫ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বের ৭০টি’রও বেশি দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারীর শঙ্কা প্রকাশ করেছে।

ভিডিও দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

সূত্র: গালফ নিউজ