কলকাতায় চাকরির নামে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র, SSKM থেকে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় চাকরির নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঘটনায় পুলিসের জালে আটক চক্রের ২। সূত্রের খবর, শহরের নামি সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে চলত মানুষ ঠকানোর কারবার চলছিল বহুদিন ধরেই। মালদার বাসিন্দা স্বরূপানন্দ রায়ের কাছ থেকে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিস।

আরও পড়ুন: ঘরে ঘুমিয়ে ছিলেন স্বামী, প্রেমিককে সঙ্গে নিয়ে চুপিসাড়ে ঢোকেন স্ত্রী, তারপরই ‘কুকীর্তি’!

শুরু হয় খোঁজ। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজন যুবকের থেকে অন্তত আড়াই লক্ষ টাকা হাতিয়েছে ওই চক্র। গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ নাথ সরকার ও নিত্যগোপাল রায় নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে ভবানীপুর থানা।