দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “বাজেট সভায় অংশ গ্রহন করব, নিজের চাহিদা নিজেই বলব” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ সনের উম্মুক্ত বাজেট ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তন সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। ২০১৮-১৯ সনের এক কোটি তেতাল্লিশ লাখ তেইশ হাজার ছয়শ চৌত্রিশ টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ইউপি সচিব মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার শিকদার, নুর মোহাম্মদ, ইউপি সদস্য মো. মোফাজ্জেল হোসেন, সিনিয়র শিক্ষক মো. আবু তালেব শরীফ, উচুয়ে মাষ্টার (রাখাইন) ও এনজিও এনএসএস এর সিআরসিসি প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী বদরুজ্জামান রানা প্রমূখ। এছাড়াও টিয়াখালী ইউপি সাধারন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিষদের বাজেট ঘোষনাকে স্বাগত জানিয়ে টিয়াখালী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করে বাজেট বাস্তবায়নে সহযোগীতা করার আহ্বান জানান বক্তারা। বাজেট অনুষ্ঠানে সাধারন মানুষ মুক্ত আলোচনায় অংশ গ্রহন করে তাদের দাবি-দাওয়া, চাহিদা ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউপি সদস্য মো. ইব্রাহিম মিয়া।