দিবকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা পরিষদের আয়োজনে এ শোক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য মোঃ ফিরোজ শিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। শহীদ শেখ কামাল অডিটরিয়াম মিলনায়তনে এ শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা, জেলা পরিষদ সদস্য এসএম মোশাররফ হোসেন, আসলাম হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়ার সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ শহীদুল আলম, অধ্যাপক মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.