গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০
তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্নাঢ্য আয়োজনে উপদযাপন করা হয়েছে। রবিবার সকাল
১০ টায় আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগ-সংগঠনের উদ্দোগে একটি র্যালী পৌর
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর জাতীয় পতাকা উত্তোলন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত ও
সংগঠনটির বর্নাঢ্য রাজনৈতিক সফলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় বক্তব্য
রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক এসএম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব
তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় আ.লীগের সহ-সম্পাদক
নিহার রঞ্জন সরকার মিল্টন, সাবেক উপজেলা আ.লীগের সহ-সভাপতি ড.শহীদুল
ইসলাম, পৌর আ.লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস
চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল ও আওয়ামীলীগের বিভিন্ন অংগ
সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ও
প্রবীন নেতা রনজিৎ দত্তকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।