কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় বিএনপি ও যুবদলের ২২ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক বেলাল সিকদার, এক নং ওয়ার্ড যুবদলের সভাপতি দেলওয়ার শিকদার, এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম খান, সদস্য শাহার আলী, ডালবুগঞ্জ ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান খানসহ যুবদল ও ছাত্রদলের ২২ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়। ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের সভাপতিত্বে এ উপলক্ষে এক কর্মীসমাবেশ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলাউদ্দিন, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, ইউপি সদস্য শাহাবুদ্দিন মুন্সি, ছাত্রলীগ নেতা সোয়াইব প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকান্ড এগিয়ে নিতে নতুন যোগদান করা নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.