স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কামরাঙ্গীরচরে ২৪জানুয়ারি শুক্রবার বিকেলে কলাপাড়া সমিতি, ঢাকার উদ্যোগে পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলার শীর্ষ রাজনীতিবিদগণের উপস্থিতিতে মুজিববর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার।
সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঐতিহাসিক ও শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা হয়। মুজিববর্ষকে সফল ও সার্থক করার জন্য ঢাকায় বসবাসরত কলাপাড়াবাসীদের সংগঠিত করার জন্য কলাপাড়া সমিতি, ঢাকার সদস্যদের ধন্যবাদ জানিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান (মহিব)। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা এ্যডভোকেট উজ্জ্বল বোস, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া সমিতি, ঢাকার সভাপতি ও যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এ্যাডভোকেট খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি ও দর্পণ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মনিরুজ্জামান মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট অহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম মৃধা, কামরাঙ্গীরচর শাখার সভাপতি জামাল গাজী, কামরাঙ্গীরচর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র শীল, রেজাউল, বেল্লাল হোসেন,আল আমিন, ঢাকাস্থ রাঙ্গাবালী উপজেলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি কামরুজ্জামান শিবলী সহ কলাপাড়া সমিতি, ঢাকার কামরাঙ্গীরচর শাখার শতাধিক সাধারণ সদস্য।


সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষকে সফল করার জন্য এবং সমিতির কাজকর্ম আরও গতিশীল করার জন্য কলাপাড়া সমিতি, ঢাকার নেতৃবৃন্দদেরকে ঢাকাস্থ সকল কলাপাড়াবাসীদেরকে এ সমিতির সদস্য করার প্রতি উদ্যোগী হতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন তার বক্তব্যে মুজিববর্ষের আলোচনা সভা আয়োজন করায় কলাপাড়া সমিতি, ঢাকার এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের যে কোন আলোচনা সভায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন। সভার সভাপতি  এ্যাডভোকেট খন্দকার আবুল কালাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাপনী বক্তব্য প্রদান করেন।