দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে হরিচাদ ঠাকুরের ২০৭তম আর্বিভাব উৎসব ও মতুয়া মহা সম্মেলন। সারারাত হরিনাম কীর্তন ও শনিবার সকালে পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতুয়াচার্য় পদ্মনাভ ঠাকুর। অনন্ত মুখার্জীর সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন শ্রীমতি সুবর্না ঠাকুর। শিবেন মন্ডলের উপস্থাপনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন মতুয়া মিশন কলাপাড়ার সভাপতি অমল কান্তি সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন হরিদাস মিস্ত্রী, কানাই লাল মিস্ত্রী, নিরজ্ঞন কবিরাজ। কেন্দ্রীয় মতুয়া মিশন শ্রীধাম ওরাকান্দির পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. কেশব চন্দ্র হাওলাদার, রবীন্দ্রনাথ গয়ালী, রবি হংস পাল, বিরাজ কুমার বিশ্বাস, নির্মল চন্দ্র ঠাকুর প্রমুখ। উদ্ভোধণী সংগীত পরিবেশন করে দিপালী রানী সরকার, হরিলামমৃত পাঠ করেন মন্টু গোসাই। মঙ্গলপ্রদীব প্রজ্জলন করেন মতুয়া মিশন যুব সংঘের সভাপতি সম্পদ ঠাকুর, মতুয়ারত্ন সুবোধচাঁদ ঠাকুর এবং বিধান গোসাই। সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রায় বিশ হাজার মতুয়া ভক্ত উপস্থিত ছিল।