সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তখন একজন দর্শক তামিমকে উদ্দেশ্য করে গালি দেন ও অশোভন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম বলেছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
মি. ইমাম বিবিসিকে বলেন, তামিম যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন গালি দেয় একজন দর্শক। তামিম ঘটনাটি নিরবে প্রত্যক্ষ করেন। এরপর বিসিবির নিরাপত্তা ইউনিট একজনকে আটক করেছে।
তবে তামিম ইকবাল এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে জানান হোসেইন ইমাম।
বিসিবির নিরাপত্তা আইন মেনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল কিন্তু পরবর্তীতে অভিভাবক ডেকে ম্যাচ শেষে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির নিরাপত্তা বিভাগ।
অভিযুক্ত ওই দর্শক গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন।
এই ঘটনা চলাকালীন মাঠে ছিলেন ক্রীড়া সাংবাদিক একুশ তপাদর।
তিনি বলেন, “আমি খেয়াল করি একজনকে ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি ঘটনাটি অনুসরণ করি। ঘটনা জানার পর অভিযুক্ত ব্যক্তির বন্ধুর সাথে কথা বলি। তিনি আমাকে বলেন, তামিম আউট হবার পর ওই ব্যক্তি তামিমের আউট হওয়া নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন, তখন তামিমও তার দিকে তেড়ে এসেছিলেন।”
এটি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে তামিম ইকবাল ৪৩ বল খেলে ২৪ রান করেন।
তামিম ইকবাল মাধেভেরের বলে এলবিডব্লিউ আউট হবার পর রিভিউ নেন এবং পরে থার্ড আম্পায়ার আউটের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত দেন।