ধর্ষণ

শিশুটির মা গৃহপরিচারিকার কাজ করেন

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সাত বছরের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

শিশুটিকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তারা জানান, শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। 

জানা গেছে, শিশুটির মা গৃহপরিচারিকার কাজ করেন। শুক্রবার রাতে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে রাত ১টার দিকে শিশুটিকে বাসার পাশের গলিতে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে প্রতিবেশিরা তার মাকে খবর দেন। এসময় তার পোশাকে রক্তের দাগ ছিল বলে জানা গেছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। তাকে ধর্ষণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। শারীরিক পরীক্ষার পর  বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।