দর্পণ ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় নবম শ্রেনীর স্কুলছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ’নিরাপদ সড়ক চাই’ দাবিতে ফের আন্দোলন শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও এলাকার সাধারণ জনগন সড়ক নিরাপত্তার দাবীতে মানববন্ধনে অংশ
নেয়।
এসময় অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো. শাকিল খান, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সমাজ সেবক মো. রিয়াজ খলিফা, ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. জিয়া খলিফা, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, রতনদী তালতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকঅসিত কুমার শীল মানববন্ধনে অংশ নেন ।
উল্লেখ্য, গত শনিবার ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোবাইক বোরাকের মুখোমুখী সংঘর্ষে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়া (১৪) নিহত ও অপর দু’স্কুল ছাত্রী মারুফা আক্তার (১৭) ও সুলতানা আক্তার (১৭) গুরুতর আহত হয়।