দিবসটি উপলক্ষে গুগল ডুডলে নারীদের সমতা, সকল পেশায় তাদের অবস্থান নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে একটি নতুন ডুডল তৈরি করেছে।
সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
রবিবার (৮ মার্চ) সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকারের বিষয়টি তুলে ধরে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘের মতে এবছর দিবসটির প্রতিপাদ্য “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”।
দিবসটি উপলক্ষে গুগল ডুডলে নারীদের সমতা, সকল পেশায় তাদের অবস্থান নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
প্রজন্ম সমতা প্রচারণাটি প্রত্যেক লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম ও দেশের মানুষকে একত্রিত করেছে, যা আমাদের সকলের প্রাপ্য লিঙ্গ-সমান বিশ্ব তৈরি করবে।
জাতিসংঘের মতে, ২০২০ সাল বিশ্বব্যাপী লিঙ্গীয় সমতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ বছর এবং এটি লিঙ্গ সমতা আন্দোলনে আরও বেশ কয়েকটি গৌন মুহূর্ত চিহ্নিত করে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের দিকে পাঁচ বছরের মাইলফলক।
জাতিসংঘ জানিয়েছে, ২০২০ সাল সকল নারী ও মেয়েদের লিঙ্গ সমতা এবং মানবাধিকার অর্জনের জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের এক অদম্য সুযোগের প্রতিনিধিত্ব করে।