চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শক পলাশ কুমার দাশকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে হানেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার পলাশ কুমার দাশ সরকারি-বেসরকারি কারখানা পরিদর্শন করে শ্রমের মান, কাজের মান ঠিক আছে কিনা তা তদারকির দায়িত্বে ছিলেন। দিতেন পরিদর্শন প্রতিবেদন ও লাইসেন্সও।  

দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, সন্দ্বীপের এবি বেকারি সম্প্রতি পরিদর্শন করেন পরিদর্শক পলাশ কুমার দাশ। বেকারি পরিদর্শন করে বেকারির কাজের মানসহ সার্বিক পরিবেশ ভাল সার্টিফিকেট দিতে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথমে পাঁচ হাজার টাকা দিলেও বৃহস্পতিবার ঘুষের বাকি ১০ হাজার টাকা দেওয়ার সময় পলাশকে হাতেনাতে গ্রেপ্তার করি আমরা। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সম্প্রতি ঘুষের বিষয়টি লিখিতভাবে তুলে ধরে দুদকে অভিযোগ করেন এবি বেকারির মালিক পাভেল। তার অভিযোগ পেয়েই ফাঁদ পাতেন দুদক। পলাশ এর আগে বহু প্রতিষ্ঠান থেকে এভাবে ঘুষ নিতেন বলে দুদকে অভিযোগ রয়েছে বলে জানান দুদক কর্মকর্তা লুৎফুল কবির চন্দন।