চসিকের হালনাগাদ ভোটার ১৯ লাখ ৮৮ হাজার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সর্বশেষ এবার মোট ভোটার হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার। এখানে নতুন ভোটার হয়েছে ৮৫ হাজার। 

সোমবার নতুন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এবার নগরে ৮৫ হাজারসহ জেলার মোট নতুন ভোটার হচ্ছে ২ লাখ ৮৪ হাজার। এখানে হালনাগাদসহ পুরাতন এবং নতুন ভোটার মিলে নগর ও জেলায় সর্বমোট ভোটার হচ্ছে প্রায় ৫৯ লাখ ২২ হাজার।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকার নতুন মোট ভোটার হচ্ছে ৮৫ হাজার ৮৪ জন। এর মধ্যে পাঁচলাইশে ১৭ হাজার ৭৫৪ জন, চান্দগাঁওয়ে ১১ হাজার ৪৭৬ জন, কোতোয়ালীতে ৯ হাজার ৯৬৭ জন, পাহাড়তলীতে ১১ হাজার ৯৫৩ জন, ডবলমুরিংয়ে ১৫ হাজার ৮৫৭ জন, বন্দরে ১৮ হাজার ৭৭ জন মিলে সর্বমোট ৮৫ হাজার ৮৪ জন নতুন ভোটার হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম জেলার ভোটারের মধ্যে সন্দ্বীপ উপজেলায় ১২ হাজার ৪৯৩ জন, ফটিকছড়িতে ১৯ হাজার ২১৬ জন, হাটহাজারীতে ১৭ হাজার ৫৯০ জন, রাউজানে ১৭ হাজার ৮৪৩ জন, রাঙ্গুনিয়ায় ১১ হাজার ৬৩ জন, বোয়ালখালীতে ১৩ হাজার ২৭০ জন, পটিয়ায় ১৭ হাজার ৮২৩ জন, সাতকানিয়ায় ১৬ হাজার ৬৭০ জন, বাঁশখালীতে ১৬ হাজার ২০৩ জন, চন্দনাইশে ৬ হাজার ৭০৬ জন, লোহাগাড়ায় ৭ হাজার ২২ জন, মিরসরাইয়ে ১৮ হাজার ৩০৩ জন, সীতাকুন্ডে ১০ হাজার ২৭৮ জন, কর্ণফুলীতে পাঁচ হাজার ৯৯১ জন, আনোয়ারায় ৮ হাজার ৩০১ জন নতুন ভোটার হচ্ছে। এসব ভোটার চূড়ান্তভাবে প্রকাশ হয়েছে গতকাল ২ মার্চে। পুরাতন ও নতুন সবমিলে এবার চট্টগ্রাম নগরীসহ জেলায় মোট ভোটার হয়েছে ৫৯ লাখ ২১ হাজার ৯’ ৪৮ জন। এর মধ্যে রয়েছে ২ লাখ ৮৪ হাজার নতুন ভোটার। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন