সোমবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যলায়ে থেকে চূড়ান্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পরে এসব কথা বলেন তিনি। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী হাতে মনোনয়ন চিঠি তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যারা।

তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। দলের সবাই আমার জয়ের জন্য এক হয়ে কাজ করবে- এটা আমার দৃঢ় বিশ্বাস।  

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলেন, সুন্দর পরিচ্ছন্ন আধুনিক চট্টগ্রাম নগরী গড়াই আমার পরিকল্পনা।