অনলাইন ডেস্ক : চীনে কার্যালয় স্থাপনের জন্য দরকারি ‘লাইসেন্স’ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। এর মাধ্যমে চীনের বাজারে এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে ফেসবুক। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, এতদিন পর্যন্ত চীনে ফেসবুক নিষিদ্ধ থাকায় লোভনীয় বাজারটিতে প্রবেশ করতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। তবে শীঘ্রই সেখানে কার্যালয় খুলতে যাচ্ছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটা চীনা ডেভেলপার, উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী কুটিরে পরিণত হবে।
এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চীনে ফেসবুকের কার্যালয় খোল নিয়ে এখনো কিছুটা সন্দেহ রয়ে গেছে। কেননা, চীনা সরকারের ওয়েবসাইট থেকে সংস্থাটির নিবন্ধন সরিয়ে নেওয়া হয়েছে। এতে করে পুরো প্রক্রিয়াটি কিছু জটিলতা দেখা দিতে পারে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বাজার। কিন্তু দেশটিতে টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো ওয়েবসাইট নিষিদ্ধ করা আছে।
মূলত, চীনে কেবল দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি রয়েছে। যেমন, ওয়েইবু, রেনরেন ও ইউকু। এই ওয়েবসাইটগুলো নিয়মিতভাবে সরকারের নজরদারির আওতায় থাকে।
এর আগেও চীনে কার্যালয় খোলার ব্যাপারে বেশ কয়েকবার চেষ্টা করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউ ইয়র্ক টাইমস অনুসারে, চীনে ফেসবুকের কার্যালয়টি খোলা হবে হাংঝো শহরে। সেখানে ৩ কোটি পাউন্ড স্টার্লিং ব্যয় করবে ফেসবুক।