অনলাইন ডেস্ক : শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও ঢালিউড অভিনেতা জায়েদ খানের আজ জন্মদিন। জন্মদিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন জায়েদ খানকে। তার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। দুই শিল্পীর মধ্যে সম্পর্কটাও তাই বেশ বন্ধুত্বপূর্ণ। জায়েদ খানকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে দু’লাইন লিখেছেন পরীমণি। পাঠকদের জন্য তা তুলে ধরা হল:
ভাবছিলাম কি কি জানি লিখবো
অনেকগুলো সুন্দর সুন্দর লাইন…
আসলে কি জানিস, আমি আমার জীবনের কয়েকজন মানুষ পেয়েছি যাদের নিয়ে লিখতে গেলে গলা ব্যাথা করে!
তুইও যে সত্যি আমার এরকম কেউ সেটা এই কী-বোর্ড এ আঙ্গুল রাখার পর টের পেলাম।
মনে পড়ে গেল ২০১৪ সাল…
আমার জীবনের সব থেকে আপন মানুষটাকে হারিয়েছি আর সেদিনই তোকে পেয়েছি প্রিয়জন…
আমি তোকে হ্যাপি বার্থডে বলার আগে
একবার থ্যাংক ইউ বলতে চাইরে
তুই এভাবেই বেঁচে থাকিস খুব বেশি #প্রিয়জন হয়ে
আমার, সবার…