দর্পণ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলার অপেক্ষা আরও বাড়ল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কেননা করোনা ভাইরাসের কারণে দেশটির তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সফরটি স্থগিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এমনটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এ মাসের শুরুতেই অবশ্য অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ইঙ্গিত দিয়েছিলেন, সিরিজটি নাও হতে পারে। যেখানে আগামী আগস্টের ৯, ১২ ও ১৫ তারিখে ম্যাচগুলো হওয়ার কথা ছিল।
সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দ্বিপাক্ষিক সফরে জিম্বাবুয়ে ২০০৩-০৪ মৌসুমে গিয়েছিল। সে সময় দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে। পরবর্তীতে ভারতকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল।
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, দুই দেশের বোর্ড মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। করোনার মাঝে খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সিরিজটি স্থগিত হলো।