দর্পন ডেস্ক : বিশ্বায়নের প্রতি দায়বদ্ধ ভারত- জি২০ সম্মেলনে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছেছেন মোদী। আর এর মধ্যেই অনেকগুলো বৈঠক করেছেন তিনি। আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মোদী। দু’দেশের সম্পর্ক জোরদার করাই ছিল সেই বৈঠকের মূল বিষয়বস্তু। সেই সঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এবং সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমনের সঙ্গেও বৈঠক করেছেন মোদী।

শীর্ষ সম্মেলনে যোগ দিতে সস্ত্রীক আর্জেন্টিনা পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মোদী থেকে শুরু করে সব বিশ্বনেতা। ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে নরেন্দ্র মোদীর ত্রিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে তিন রাষ্ট্রনেতার কথা হবে সেখানে।

জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে । বৈঠকে অংশ নেয়ার জন্য জিনপিংকে ধন্যবাদ জানান মোদী। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক আরও মজবুত করতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

একই সঙ্গে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গেও এক আলোচনায় অংশ নেন মোদী। সেখানেই জি২০-তে ভারতের ভূমিকা ব্যাখ্যা করেছেন তিনি।

অন্য দিকে, সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমনের সঙ্গেও মোদীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। দু’দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার দিকে জোর দিয়েছেন দুই নেতা। যুবরাজ সালমন ভারতকে এক গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে ব্যাখ্যা করেছেন।

জি২০ নিয়ে আর্জেন্টিনাবাসীর মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি। অন্যদিকে, পুলিশের ভূমিকায় ক্ষোভ। সম্মেলনস্থল থেকে দশ কিলোমিটার দূরে অবস্থান-বিক্ষোভের আয়োজন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ শুরুর আগেই সেখান থেকে উদ্ধার হয় আটটি গ্যাসোলিন বোমা। তবে সম্মেলনের বাকি সময়টা শান্তিপূর্ণ কাটবে বলেই আশ্বাস দিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী।আনন্দবাজার।