অনলাইন ডেস্ক : বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পঞ্চম দিনের দিনের মতো রাস্তায় অবস্থান নিয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় আশপাশের কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

টঙ্গীর শফি উদ্দীন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও আশপাশের কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়ে এ বিক্ষোভ করছেন। বিভিন্ন গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সও পরীক্ষা করছেন তারা।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মাহমুদ সমকালকে বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তারা রাস্তায় বসে আন্দোলন করছেন।

এ দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে টঙ্গী এলকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। বাধ্য হয়ে মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

গত রোববার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মিম (১৬) নিহত হয়। ঘটনার পর নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে বিষয়টিকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েক দিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা কার্যত স্থবির হয়ে পড়ে।

এ দিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।

সূত্র : সমকাল