দর্পণ রিপোর্ট: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার “টেংগার চর ইউনিয়ন যুব সংঘের” উদ্যোগে সাতটি গ্রামে (টেঙ্গারচর, মিরেরগাঁও, উত্তর সাহাপুর, বড় ভাটেরচর, বৈদ্যার গাও, বাজার ভাটেরচর, মিরপুর) মহামারী করোণা প্রতিরোধকল্পে ঘরবন্দি অসহায়, অসচ্ছল, কর্মহীন ৩৫০ টি পরিবারের মাঝে বিশেষ ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়।

”টেংগারচর ইউনিয়ন যুব সংঘ” একটি অরাজনৈতিক সংগঠন। অত্র সংগঠনের লক্ষ্য, মানুষ মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরি করা, এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকা। তারই ধারাবাহিকতায় টেঙ্গারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশেষ ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সময় অত্র সংগঠনের মুখপাত্র মোঃ মূহিদুল ইসলাম মুকুল এমন কথাই ব্যক্ত করেন।

ঈদ উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ কালে উপস্থিত ছিলেন টেঙ্গারচর ইউনিয়নের গুণীজন সহ অত্র সংগঠনের এডমিন মোঃ সোহেল আহম্মেদ (রানা), মোঃ মোহিদুল ইসলাম (মুকুল), মোঃ বাবু সরকার, মোঃ রিফাত প্রধান, মোঃ বাইজিদ শ্রাবন, মোঃ শাহরিয়ার মামুন সহ আরো অনেকে।

বিশেষ ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে মহৎ এ কার্যক্রমে যেসকল মহৎ ব্যক্তিগণ অর্থ সহায়তা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের এডমিন মহিদুল ইসলাম (মুকুল)। তিনি আরো বলেন ভবিষ্যতে এই ধারাবাহিকতা রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করব। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে মহামারী করোণা থেকে হেফাজত করেন।