ঢামেক

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুককের নাম মো. ইমন সরকার (২৪)। ঘটনায় আহত ব্যক্তি ইমনের বন্ধু মো. কৌশিক (২২)। ইমন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিরদার উপজেলায়। সে ডেমরা কোনাপাড়া বাশেরপুল এলাকায় পরিবারের সাথে থাকতো। দুই ভাই দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট।

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, মর্ডান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির চাকার নিচে রাস্তায় পড়ে থাকা ডাবের পড়ে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে বাসের নিচে চলে যায়। পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “এ ঘটনায় ঘাতক ‘মর্ডান পরিবহনের’ বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।”