দর্পণ ডেস্ক : ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় মারা যান। তার বোন আইরিন সুলতানা মিজানুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সাভার ইপিজেড শাখায় কর্মরত অবস্থায় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) অসুস্থতা অনুভব করতে থাকলে কাফরুলের বাসায় এসে বিশ্রাম নেন। পরে স্থানীয় হাইটেক হাসপাতালে গেলে জরুরি বিভাগের একজন ডাক্তার তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে কয়েকটি স্যালাইন প্রদান করার পর ঐ সময় ভুল ক্যানল লাগানোর কারণে তার হাতের কয়েক জায়গায় ফুলে যায়। পরে অবস্থা খারাপ হওয়ায় হাইটেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাখতে অপরগতা প্রকাশ করে। ওইদিন বেলা ১১টায় মিজানুর রহমানকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ১ নভেম্বর ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় ওয়ান ব্যাংকের সকল শাখাসহ গোটা ব্যাংক পাড়ায় নেমে আসে শোকের ছায়া। ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান স্ত্রী তানিয়া শাম্মি, দুই শিশুপুত্র মোহাম্মদ মুহানাদ (৬) এবং মুনতাজা মেহেকসহ (২) অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের কাছ থেকে জানা যায়, কাওরান বাজার ওয়ান ব্যাংক প্রাঙ্গণে মিজানুর রহমানের জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নিয়ে যাওয়া হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাওনিয়া গ্রামে। সেখানে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে।