তামিম ইকবাল টিম ম্যানেজমেন্টের চাওয়ায় ধীরে ব্যাটিং করছেন? না-কি তামিম ফর্মে নেই বলে রান পাচ্ছেন না? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বললেন, তামিমকে কেউ ধীরে খেলতে বলেননি। আবার তামিম অফ ফর্মেও নেই। ম্যাকেঞ্জির মতে, ব্যাটিংয়ে তার কিছুটা পরিবর্তন আনা দরকার।

দক্ষিণ আফ্রিকান এই কোচ সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘তামিম জানে তার কী করা দরকার। কিভাবে খেলবে সেটা ঠিক করে দিলে ওরই ক্ষতি হবে। আমাদের মনে হচ্ছে, পাওয়ারপ্লেতে তার আরও দুটো বাউন্ডারি বেশি মারা উচিত।’

ব্যাটিং কোচের মতে, তামিম দলের নতুন কোন ক্রিকেটার নন। দলের সিনিয়র ব্যাটসম্যান। তামিম তাই জানেন তাকে কিভাবে ব্যাটিং করতে হবে। কোন ভূমিকায় খেলতে হবে। ম্যাকেঞ্জির মতে, তামিমের ব্যাটিংয়ের দায় কেউ নেবে না। তার খেলাটা তাকেই খেলতে হবে, ‘কোন ভূমিকায় খেলতে হবে সেটাও তামিম বুঝবে।  কেউ তামিমের হয়ে ব্যাট করবে না।’

তবে ব্যাটিংয়ে দলের ভিত্তি তৈরির জন্য তামিম খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নিল ম্যাকেঞ্জি, ‘তামিম অনেক ভালো বোলারের ভালো বলেও দারুণ শট খেলে। আমরা জানি সে কী করতে পারে। গত বছর বিপিএলের ফাইনালে তাকে বড় সেঞ্চুরি করতে দেখেছি আমরা।’

দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে ম্যাকেঞ্জি বলেন, ‘তামিম তার পরিকল্পনা ভালো মতোই জানে। আমরা স্কুল শিক্ষক না যে কাউকে এসব বলে দেব। আমরা কিছু মতামত দিতে পারি, টেকনিক্যাল পরামর্শ দিতে পারি। আমার মনে হয়, তামিম নিজের ওপর চাপ বাড়িয়ে নিচ্ছে। সে তার উইকেটের মূল্য বোঝে। সেজন্য সে শুরুতেই আউট হতে চায় না। এছাড়া আগে সে এভাবে খেলে সফলও হয়েছে। এখন কিছু বাউন্ডারি বেশি পেলে এই সমস্যাটা থাকবে না তামিমের।’