দর্পণ ডেস্ক : তুরস্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২২ জন। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী ও ২ জন স্বাস্থ্যকর্মী। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজিয়ান্তেপ প্রদেশের গভর্নর দাভুত গুল। তিনি বলেন, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর সেখান থেকে প্রায় ২০০ মিটার সামনে এগিয়ে যায় এবং একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের গাড়িতে আঘাত হানে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে।