অনলাইন ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানকে হারানোর পর নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকেও ধরাসায়ী করেছে সালমা-রুমানারা। এর মাধ্যমে টানা তিনটি ম্যাচে জয় পেলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ফাইনালে উঠতে বাংলাদেশের শেষ বাধা এখন মালয়েশিয়া।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে পারে থাইল্যান্ড। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ।

৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রান ও ব্যক্তিগত ৮ রানে ওপেনার শামীমা সুলতানা বিদায় নেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান করে দলকে জেতান আয়শা রহমান ও নিগার সুলতানা। দু’জনেই ২৮ বল মোকাবেলা করে সমান ২৫ রান উপহার দিয়ে অপরাজিত থাকেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে একেরপর এক উইকেট হারায় থাইল্যান্ড।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান সালমা খাতুন ও নাহিদা আকতার। এছাড়া একটি করে উইকেট দখল করেন জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ।

প্রসঙ্গত, আগামী ৯ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী দল।