দিল্লিতে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক : রোহিত শর্মা

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতায় তিন দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। আড়াইশ এর বেশি মানুষ আহত হয়েছে। এ নিয়ে এবার মুখ খুললেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। সেই সঙ্গে তার আশা খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

টুইট করে রোহিত লেখেন, ‘দিল্লির দৃশ্যটা খুব একটা ভাল নয়। আশা করব খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হয়ে যাবে। দিল্লিতে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। সবাইকে অনুরোধ করব তারা যেন দিল্লিতে শান্তি বজায় রাখেন। কেউ আহত হলে বা কারও কোনও ক্ষতি হলে তা এই মহান দেশের বুকে একটা ক্ষত তৈরি হবে। আমি সবাইয়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করি।

টুইটে ভারতীয় স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘আপনজনেরাই আপনজনদের আঘাত করছে। আমি সবাইকে অনুরোধ করব যাতে কেউ যেন কাউকে আঘাত না করেন।’ সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/শফিক