দর্পণ ডেস্ক :
দেশ দুঃশাসনের বন্দিশালায় পরিণত হয়েছে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
এ অবস্থায় আমরা জননেতা তারেক রহমানের কারামুক্তি দিবসকে স্মরণ করছি। আমি মনে করি তিনি নির্বাসিত। এটা কারাবন্দি হওয়ারই নামান্তর। কারণ বিভিন্ন মিথ্যা মামলায় তাকে দেশে আসতে বাধা দেয়া হচ্ছে।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্তে প্রতিহিংসামূলকভাবে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। ১/১১ এর সরকার ওই মামলার অভিযোগপত্রে তার নাম দিতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানের নাম দেয়া হয়েছে। এটা সরকারের প্রতিহিংসার চরিতার্থের নামান্তর।
তিনি আরও বলেন, ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় পর পর তিনটি তদন্তে তারেক রহমানের নাম ছিল না। পরে এক ব্যক্তিকে দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেয়া হয় এবং কোনো প্রমাণ না রাখার জন্য তাকে ফাঁসি দেয়া হয়। কিন্তু ফাঁসির আগে ওই ব্যক্তি স্বীকারোক্তি প্রত্যাহার করে নিলেও আদালত তা গ্রহণ করেনি।
খালেদা জিয়ার সাজার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মিথ্যা একটি মামলায় বেআইনিভাবে কারাবন্দি। হাইকোর্ট জামিন দিলেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। সরকার দেশনেত্রীকে হয়রানি করার জন্য আইনি প্রক্রিয়ার নামে পরিকল্পিতভাবে তাকে সাজা দিয়েছে। এক ব্যক্তির অদম্য ক্রোধ ও হিংসার চরম বর্হিপ্রকাশ ঘটেছে জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন ও মুনির হোসেন।
এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.