বুধবার টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মুখপাত্র ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খান। তিনি বলেন, এটা আমাদের নিয়মিত সংগ্রহ। গত ১১ ফেব্রুয়ারি রবি টাকা জমা দিয়েছে।
কোর্টের রায়ে বলা হয়েছিল, প্রতি মাসে ২৭ কোটি ৬০ লাখ টাকা করে পরিশোধ করবে রবি। প্রথম কিস্তির সময় ছিল জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। তবে সেটি তারা পরিশোধ করেছিল ১৪ জানুয়ারি। সময় শেষ হওয়ার আগেই দ্বিতীয় কিস্তির টাকা বিটিআরসিতে জমা করেছে রবি। আদালত গত ৫ জানুয়ারি আপাতত পাঁচ মাসের সমান কিস্তিতে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল।
দুই কিস্তি মিলিয়ে রবি পরিশোধ করল ৫৫ কোটি ২০ লাখ টাকা। আর গ্রামীণফোনের এক হাজার কোটি টাকাসহ অডিট খাত থেকে বিটিআরসি এ পর্যন্ত পেল এক হাজার ৫৫ কোটি ২০ লাখ টাকা।
রবির কাছে বিটিআরসির মোট দাবি ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। আর গ্রামীণফোনের কাছে দাবি ১২ হাজার ৫৭৯ কোটি ৯৬ লাখ টাকা। গ্রামীণফোন আরো এক হাজার কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করবে।